বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাইবুল্লাহ মাস্টার ও সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজারেফ হোসেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতার মামলায় ওই দুজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

