স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে থানা পুলিশ ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) কে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে এবং কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ডেভিল হান্ট-২য় ফেজ’ অভিযান চলছে। গ্রেপ্তারকৃত বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় বুধবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

