Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় আম বাগান থেকে মরদেহ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রাম থেকে আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আনছার শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের আব্দুল গফুর মোল্লার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আম বাগানের একটি আমগাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা ও জুতা পাওয়া গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন ছিল।

নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে আসা লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে গলায় দাগ থাকার বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।