Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, হোমিও চিকিৎসক আহত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময়-এর সম্পাদক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবাশীষ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকায় এ গুলির ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমদাদুল হক মিলন শলুয়া এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ ছিলেন।

গুলিবিদ্ধ দেবাশীষকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।