রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময়-এর সম্পাদক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবাশীষ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকায় এ গুলির ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমদাদুল হক মিলন শলুয়া এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ ছিলেন।
গুলিবিদ্ধ দেবাশীষকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

