Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জামালপুরে পৃথক তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের দয়াময়ী মোড়, পাঁচরাস্তা ও ফৌজদারী মোড়ে এসব কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র-জনতা।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে জামালপুর শহরের দয়াময়ী এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বর সংলগ্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম নুর, নাফিস আলম দিয়া, আহনামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, প্রকাশ্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তারা দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা শরিফ ওসমান হাদির হত্যাকারীকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ ও হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

এদিকে, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের পাঁচরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এছাড়াও শহরের ফৌজদারী মোড়ে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ ছাত্র-জনতা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।