Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদির মৃত্যুতে চিতলমারী স্বেচ্ছাসেবক দলের শোক

স্টাফ রিপোর্টার,চিতলমারী
ডিসেম্বর ১৯, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চিতলমারী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান ও সদস্য সচিব কাশীনাথ বরাগীর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তাটি চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন ও গণমানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, প্রতিবাদী এবং জনমানুষের অধিকার আদায়ে আপসহীন কণ্ঠস্বর। তাঁর কর্ম, আদর্শ ও ত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।