দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর একদল বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সামনে অবস্থিত ফজলুল বারী মার্কেটে তৃতীয় তলায় প্রথম আলো কার্যালয় হামলা চালায়। এসময় প্রথম আলো অফিসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় রাত একটার কিছু সময় পর একদল বিক্ষুব্ধ জনতা ফজলুল বারী মার্কেটের ছয় তলা ভবনের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তাদের হাতে লাঠিসোটা দেখা যায় ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

