মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে দৌড়প্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
মুন্সীগঞ্জ রানার গ্রুপের উদ্যোগে হয় এই আয়োজনে শুক্রবার (১৯ ই ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তারপুরে অনুষ্ঠিত হয় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা। মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা পালের ভরাট হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দৌড়ের রুটটি ছিল মোটামুটি সমতল ও গ্রামীণ পরিবেশে ঘেরা, যা প্রতিযোগীদের দিয়েছে এক আলাদা অভিজ্ঞতা।
আয়োজনে অংশ নেন প্রায় ২ শতাধিক প্রতিযোগী। এতে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী ও অ্যাথলেটরা অংশ নেন। প্রতিযোগিদের নিরপওায় ছিল মেডিকেল টিম, পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও হাইড্রেশনের ব্যবস্থা।
দৌড় শেষে বিজয়ীদের গলায় পড়ানো হয় মেডেল।

