আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাহিম শেখ মাহির (২৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
বৃহস্পতিবার ( ১৮ ই ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়। মাহিম শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাও এলাকার বাবুল শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য সুত্রে জানা যায়, এসআই সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর সাকিনস্থ কৃষি ব্যাংক এর পূর্ব পাশে আল্লাহর দান সেনেটারী দোকান এর সামনে পাকা রাস্তা এবং হাটলক্ষীগঞ্জ সাকিনস্থ জনৈক হিরণ মোল্লার মালিকানাধীন ৩য় তলা বিল্ডিং এর নীচ তলায় ধৃত আসামীর ভাড়াবাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহিম শেখ ওরফে সামির কে একটি ১টি সাদা পলিথিনে মধ্যে মোড়ানো ৯টি নীল জিপারের মধ্য ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

