Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর স্মৃতি ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

উৎসাহ উদ্দীপনায় দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্যতম সংগঠন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে।

চন্দনাইশ উপজেলার বরমা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শহীদ আব্দুস সবুর স্মৃতি ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এ পরীক্ষায় উপজেলার বরমা, বরকল, বৈলতলী, সাতবাড়িয়া এবং রাঙ্গুনিয়া সহ একযোগে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯০ জনের মধ্যে ২৭৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত স্কুল মাদ্ররাসার শিক্ষার্থীরা এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র প্রধান এর দ্বায়িত্ব পালন করেন বরমা ডিগ্রি কলেজ এর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ নুরুল আফসার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর খান স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা ও বরমা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর খান স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা ও বরমা আইডিয়াল কিন্ডান গার্ডেন এর সহকারী শিক্ষিকা চেমন আরা খানম, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব, জামাতে ইসলামি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার আমীর আতহার হোসেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার সভাপতি ফোরকান সওদাগর আবদুল মতিন, জাহেদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মাহবুবুল আলম, ক্রিয়েটিভ টেকনোলজির স্বত্বাধিকারী মোঃ নাইমুল হক চৌধুরী, (রাফসান) প্রমুখ।

বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক, জাহেদ হোসেন খান, নির্বাহী পরিচালক, মোহাম্মদ হাসান ইমরুন, নির্বাহী উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হক, উপ-পরিচালক মুক্তার আলম চৌধুরী, সদস্য মুহাম্মদ মাহমুদল হাসান চৌধুরী।

হলে দ্বায়িত্ব রত পর্যবেক্ষক ছিলেন অভিলাষ মজুমদার, রিপন দাশ গুপ্ত, বিকাশ মজুমদার, জামসেদুল ইসলাম, হোসেন আলী, রবিউল ইসলাম, মোহাম্মদ মামুন, সঙ্গীতা পাল, জামসেদুল করিম বেলাল। প্রতি ক্লাসে ট্যালেন্ট, সাধারণ গ্রেডে বৃত্তির ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।