নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শিবপুর বাসস্ট্যান্ড, ইটাখোলা, কুন্দেরপাড়া, চৈতন্য ও সৃষ্টিগড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম।
অভিযানকালে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। ইটাখোলা মোড়ে বিভিন্ন রুটের একাধিক যানবাহন তল্লাশি করে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় মোট ৭টি মামলা দায়ের করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণকে সচেতন করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

