Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়েবানা জানাজা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া শাখার আয়োজনে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নয়ন আহমেদ, কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি, যুগ্ম-সমন্বয়কারী কেএমআর শাহীনসহ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। গায়েবানা জানাজা শেষে প্রয়াত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এর আগে হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানেই অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা।

সমাবেশে নেতারা বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এ সময় ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন দলের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।