জামালপুর প্রতিনিধি
জামালপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ছাত্র-জনতার উদ্যোগে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যারা হত্যাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সকল বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, বানারের পাড় ফজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জুলাই যোদ্ধা মোয়াজ আহমেদের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শরিফ ওসমান হাদি এবং জুলাই গণঅভ্যূত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

