Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কৃষক দম্পতিকে রক্তাক্ত করে দুর্ধর্ষ ডাকাতি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জলকর রোহিতা দাসপাড়ায় নির্মল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকার ও মোটরসাইকেলে আসা ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ঢুকে নির্মল দাস ও তার স্ত্রী সুষমা দাসকে মেরে রক্তাক্ত করে ৫-৭ ভরি স্বর্ণালংকার ও ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।

এসময় চিৎকার করতে চাইলে ডাকাতদল পরিবারের দুই শিশুকে হত্যার হুমকি দেয়।

খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্মল দাস বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে ৭-৮ জন লোক মুখোশপরে এসে ঘরের গেটের তালা ভেঙে ফেলে। এরপর ঘরে ঢুকে আমাকে মারপিট শুরু করে। দৌড়ে পালাতে গেলে ওরা রড দিয়ে আমার মাথায় আঘাত করলে মাটিতে পড়ে আর উঠতে পারিনি। এরপর ডাকাতরা আমার স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারপিট করে আলমারি ভেঙে ৫-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এসময় চিৎকার করতে চাইলে ওরা বাড়ির দুই শিশুকে জিম্মি করে হত্যার হুমকি দেয়।’

ক্ষতিগ্রস্ত গৃহবধূ সুষমা রানী বলেন, ‘ডাকাতের হামলা দেখে ঘরের জানালা খুলে চিৎকার দেওয়ার চেষ্টা করি। তখন ওরা আমার মুখ চেপে ধরে খুব মেরেছে। চিৎকার করলে পিস্তল দিয়ে খুনের হুমকিও দেয় ওরা।’

নির্মল দাসের ভাইপো স্কুলশিক্ষক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সম্প্রতি কাকা ১৫০ মণ ধান বিক্রি করে আড়তদারের কাছে কিছু টাকা রেখে এক লাখ টাকা নিয়েছেন। হালখাতায় ৫৫ হাজার টাকা দেনা শোধ করে কাকা বাকি টাকা ঘরে এনে রাখেন। ডাকাতদল বাড়ির অদূরে বাঁশতলায় পাকা রাস্তার উপর প্রাইভেটকার ও মোটরসাইকেল রেখে বাড়িতে ঢোকে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে সেই গাড়িতে করেই চলে যায়।’

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে চিৎকার শুনে লাঠি হাতে টেংরামারী ব্রিজের উপর এসে দাঁড়াই। পরে দেখি পশ্চিমদিক থেকে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আসছে। আমি সংকেত দিলে ওরা গতি কিছুটা কমায়। চিৎকারের বিষয়ে জানতে চাইলে ওরা বলে, পেছনে চিৎকার হচ্ছে। এই বলে ওরা চলে যায়।’

তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় এই প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা লোকজন জড়িত, এটা বুঝতে পারলে রাস্তায় কাঠ ফেলে ওদের আটকাতে পারতাম।’

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। আশপাশের বাজারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছি।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে থানায় এসে মামলা দিলে আমরা মামলা গ্রহণ করবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।