রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জেল-জুলুম, নির্যাতন, হত্যাচেষ্টা ও নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন।
শনিবার (২০ ডিসেম্বর)খুলনার তেরখাদা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, হয়েছেন দেশনেত্রী ও গণতন্ত্রের মা। তাঁকে বারবার জেল-জুলুম, নির্যাতন, অপমান ও হত্যাচেষ্টার মুখে ঠেলে দেওয়া হয়েছে।
কিন্তু মহান আল্লাহ তাঁকে সম্মান ও ইজ্জতের উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিদিন দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছেন। আজ শুধু দেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
এর আগে দুপুরে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ধানখালি এলাকায় নারীদের তালিম কার্যক্রম শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন আজিজুল বারী হেলাল। সেখানে তিনি সাধারণ মানুষের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় তিনি কড়ড়িয়া এলাকায় অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে ইছামতীতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান ও আব্দুস সালাম মল্লিক। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফএম হাবিবুর রহমান,মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান,সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির, মিল্টন হোসেন মুন্সী, সেখ আজিজুর রহমান আজিবার, আলমগীর, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

