Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বেসরকারি কোম্পানিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মস্থলে বাধা

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান ‘সাআইদৌলা প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেড’-এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে প্রবেশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে (২১ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের ভেতরে এই কর্মসূচি পালন করেন সাধারণ কর্মচারীরা।

গত ৯ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের কয়েকজন সুপারভাইজার ও শ্রমিকের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করে দেয় এবং কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। এতে ফ্লোরে থাকা প্রায় ৪-৫ টন মাছ নষ্ট হয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৮-৯ লক্ষ টাকা।

এছাড়া রপ্তানিযোগ্য একটি কন্টেইনার যথাসময়ে পাঠানো সম্ভব হয়নি, যা বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

তারা নারী শ্রমিকদের মারধর, লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে। অথচ কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে সুনামের সাথে মাছ রপ্তানি করে বছরে প্রায় ২৫-৩০ কোটি টাকা রেমিট্যান্স আয় করছে এবং শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান করে আসছে। এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।