বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সনামধন্য জাতীয় দৈনিক আমার দেশ এর পুন: প্রকাশের প্রথম বর্ষ উদযাপিত হয়েছে।
এউপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আল আমিন সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকার সর্বাত্মক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ।

