Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তারেক জিয়া পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে উপজেলার পাঙ্গাসিয়া দরবার শরীফ সংলগ্ন সিদ্দিকিয়া হাফিজি মাদ্রাসা কমপ্লেক্সে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ বায়জিদ আহমেদ মৃধা এবং সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোঃ মিলন শিকদার, মোঃ ইশতিয়াক হোসেন ও মোঃ ইব্রাহিম গাজী। সদস্যবৃন্দ: মোঃ আবুল বাশার, মোঃ সোহেল সিকদারসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।