Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সরকারি খাল দখলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দখলকারীকে জেল-জরিমানা

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে সরকারি খাল দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দখলকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পালরদী নদীর একটি শাখা সরকারি খাল পাইলিং করে অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন মিলন মোল্লা নামে এক ব্যক্তি। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানকালে মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন লঙ্ঘনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, ‘এই দণ্ড কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় বরং যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে, এটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপসহীন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।