Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপি, জামায়াত, জমিয়ত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান জানান, মনোনয়নপত্র বিক্রির দিন থেকে আজ সোমবার (তারিখ উল্লেখযোগ্য) পর্যন্ত চারজন প্রার্থী বা তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু এবং নিস্তার ফারুক।

এর আগে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহসান হাবিব লিটন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গত ২১ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী রশিদ আহমাদের পক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আযহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমজেদ হোসেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের কর্ণধার ব্যারিস্টার কামরুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, যশোর-৫ (মনিরামপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।