Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকির পায়রা সেতু এলাকায় পুলিশের ব্যাপক তল্লাশি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালীর দুমকি লেবুখালী পায়রা সেতু এলাকায় শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান।

এই অভিযান সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক যেন এলাকায় প্রবেশ করতে না পারে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড রুখে দেওয়া। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং অপরাধীদের চিহ্নিত করা।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।

অভিযান চলাকালীন ঢাকা ও কুয়াকাটাগামী বিভিন্ন যাত্রীবাহী বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ এবং মোটরসাইকেল থামিয়ে পরীক্ষা করা হয়।

সন্দেহভাজন যাত্রীদের দেহ তল্লাশি।পরিবহনের মালামাল ও ব্যাগ তল্লাশি। মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই।

নির্বাচনী পরিবেশে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের এই সতর্কতামূলক ব্যবস্থা। জনস্বার্থে এবং নিরাপত্তার খাতিরে পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান দুমকি থানার অফিসার ইনচার্জ, মোঃ সেলিম উদ্দীন।

হঠাৎ শুরু হওয়া এই কঠোর তল্লাশির কারণে মহাসড়কে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেলেও সাধারণ যাত্রীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এমন অভিযানে মহাসড়কে ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।