নোয়াখালী প্রতিনিধি
কিশোর ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ নানা অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে নোয়াখালীর কবিরহাট উপজেলায় তৃণমূল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গোলাম হায়দার বিএসসি।
ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উল্যাহ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কিশোর ও যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণরা ধীরে ধীরে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের আবার মাঠমুখী করতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বক্তারা আরও বলেন, বিভিন্ন এলাকার কিশোর ও যুব খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে একটি সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণে সহায়ক হবে।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় দানু পাটোয়ারী বাড়ী ঈগলসকে পরাজিত করে বসুরহাট মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং কিশোর ও যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক উদ্যোগ।

