হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে এই মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে বেনাপোল বিল ফিল্ড থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি শুরু হয়। যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলের আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

