Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতু এর আয়োজনে অগ্রগতি  সংস্থার কনফারেন্স রুমে এই কর্মশালা হয়।

সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনি।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা।

স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

কর্মশালায় প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা  প্রতিরোধ ও করণীয় বিষয়ে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এইচ. এম বজলুর রহমান।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে ইতিবাচক দৃষ্টান্ত থাকলেও সামগ্রিক চিত্র অনেক বেশি উদ্বেগজনক।

টিক টক হোয়াটসঅ্যাপ প্লাটফর্ম ব্যবহার করে চলতি বছরে সাতক্ষীরা জেলায় ৩৭২ জন কিশোর -কিশোরী যৌন হয়রানির শিকার হয়েছে। যার প্রতিটি উৎস্য ছিলো -সাতক্ষীরার নিকটবর্তী ভারত।

এছাড়া,সংস্থাটির ট্রাস্টিবোর্ডের সদস্য জিয়াউল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য -সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক  আক্তারুজ্জামান বাচ্চু, সদস্য এম জিললুর রহমান, গোলাম সরওয়ার,  ইব্রাহিম খলিল,

এম রফিক প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, ‘প্রযুক্তির প্রসার যেমন আমাদের কাজকে সহজ করেছে, তেমনি অপব্যবহারও বাড়িয়েছে।

তাই,ডিজিটাল সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বক্তারা আরো বলেন, ‘প্রযুক্তিনির্ভর সহিংসতার মতো নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং জনগণকে জানানো উভয়ই জরুরী।

ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকরাই সমাজে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারেন।’

কর্মশালায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য , অনুমতি ছাড়া কারও ছবি বা বক্তব্য প্রচার, অযাচিত বার্তা পাঠিয়ে উত্যক্ত  করা, কিংবা কারও ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার মতো অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাংবাদিকদের প্রযুক্তির সহায়তায় এমন অপরাধ চিহ্নিত, প্রতিবেদন এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এছাড়া, সাংবাদিকদের নিজেদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, প্রযুক্তিনির্ভর সহিংসতার শিকার সাংবাদিকদের জন্য আইনগত ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ৩০ জন গণমাধ্যম পেশাজীবি অংশগ্রহণ করেন।

কর্মশালাটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।