দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দুবৃর্ত্তের হামলায় তৌহিদ আহমেদ (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
এ ঘটনায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত যুবক উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মাহাতাব উদ্দীন মাষ্টরের ছেলে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ডাংমড়া সেন্টারমোড় এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে মোটরসাইকেল যোগে ডাংমড়কা সেন্টার মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন তৌহিদ আহমেদ।
এ সময় ডাংমড়কা সেন্টারপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে তানভির (২০) তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বলার আগেই তানভিরের হাতে থাকা ধারালো রামদা দিয়ে তৌহিদ আহমেদের হাতে ও কপালে আঘাত করে। এতে সে গুরুতর জখম হলে আহত অবস্থায় মোটরসাইকেল নিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।
পরে পরিবারের লোকজন আহত তৌহিদ আহমেদকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

