বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে দুটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা।
রাস্তা দুটি হলো পৌর শহরের সাব রেজিস্ট্রার অফিস মোড় থেকে পান হাটি পর্যন্ত রাস্তা ও পানহাটি মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত রাস্তা।
রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা ছাড়াও পৌরসভার সহকারী প্রকৌশলী শাহ আলম, ইব্রাহিম মন্ডল সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা যায়, পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দুটি দীর্ঘদিন ধরে খানাখন্দ বেহাল থাকায় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
নাগরিক সেবা বৃদ্ধি করতে রাস্তা দুটি সংস্কারের উদ্যোগ নেয় বকশীগঞ্জ পৌরসভা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

