টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। তাই তিনি আওয়ামী লীগের সকল পদ ও পদবী থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছেন।
জুলহাস বিশ্বাসের এই পদত্যাগে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সাময়িকভাবে সুনিশ্চিত প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

