Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলী হোসেন (৪০) লিখিত বক্তব্যে জানান, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের নজির মন্ডল জীবদ্দশায় তার তিন পুত্র কহর উদ্দিন, নেপাসু ও মনহরের মধ্যে ৪.৮৯ একর জমি পারিবারিকভাবে বণ্টন করে দেন। এর মধ্যে নেপাসু ১.৬৩ একর জমির মালিক হন। পরবর্তীতে নজির মন্ডল তিন কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি এবং স্ত্রী কিমনযান বিবিকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, মৃত্যুর পর উক্ত জমি নজির মন্ডলের তিন কন্যা ও স্ত্রীর নামে আর.এস./আর.আর রেকর্ডভুক্ত হয়। ওয়ারিশ সূত্রে বর্তমানে তিনি ও তার ভাই-বোনেরা ওই জমির বৈধ মালিক। কিন্তু তার মামা আব্দুল মান্নান মন্ডল (৫৮), ইজ্জত আলী মন্ডল (৫০), ইয়াকুব আলী মন্ডল (৪৩), শাহ আলম বুদু (৫৩) ও বেনজির আহমেদ মধু (৩৩) তাদের অংশের জমি অবৈধভাবে দখল করে নেন এবং জাল দলিল তৈরি করে আদালতে মামলা দায়ের করেন।

আলী হোসেন অভিযোগ করে বলেন, পরবর্তীতে আদালতে উক্ত দলিল জাল প্রমাণিত হলেও প্রতিপক্ষরা ধান, মরিচ ও বেগুন ক্ষেতে ক্ষয়ক্ষতির অজুহাতে আবারও মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে তারা তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং হয়রানিমূলকভাবে পাঁচটি মামলা দিয়েছে।

তিনি প্রশাসনের কাছে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দেওয়া এবং মিথ্যা মামলাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।