সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের সঙ্গে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা ও সোনাগাজী বাজারের ব্যবসায়ী এমদাদুল হক কাজলের কন্যা জান্নাতুল ফেরদাউস সানজিদার বিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার কাটাবন মসজিদে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিয়ের তারিখ নির্ধারিত থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।
সানজিদার পরিবার জানায়, ঢাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে এসএম ফরহাদের বিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এসএম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন।
সানজিদার নিকটাত্মীয় ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্না জানান, বিয়ের অনুষ্ঠানটি সীমিত পরিসরে সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে উভয় পরিবারের অংশগ্রহণে একটি বৃহৎ আনুষ্ঠানিক আয়োজন করা হবে।

