শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৫টি গীর্জায় মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি গীর্জায় ৫০ কেজি করে চাল দেওয়া হয়।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া এলাকায় ৩টি এবং খ্রিস্টান পাড়ায় ২টি গীর্জা রয়েছে। এসব গীর্জার মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম, মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মণ্ডল, আব্দুর রহিম, মজিবর রহমান, নুরুল ইসলাম, সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন,“ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

