Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় কাবিখা প্রকল্পে হরিলুটের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের পিআইওর হুমকি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় কাবিখা প্রকল্পে দুর্নীতির সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে। বুধবার (আজ) প্রকল্প সংক্রান্ত তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিকদের উদ্দেশে পিআইও আরিফুল ইসলাম দম্ভোক্তির সুরে বলেন, “আমাকে না জানিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেছেন। আপনাদের দেখে নেওয়া হবে। আমি চাইলে আপনারা কেউ এখান থেকে যেতে পারবেন না। আমি এখন থেকে চলে গেলে আপনারা ভালো থাকবেন না।”

এ সময় তিনি কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকল্পের কাজের অনিয়ম প্রসঙ্গে প্রকাশ্যে গালিগালাজ করেন। পরে সাংবাদিকদের সামনেই ইউপি সদস্য মনসুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে পকেটে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন,“বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নওগাঁ জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, ‘প্রকল্প কাজে অসঙ্গতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একজন কর্মকর্তা হয়ে তিনি কখনোই সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরন বা হুমকি দিতে পারেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে কাবিখার চারটি প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে ৩০ মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ সংক্রান্ত বিষয়ে বুধবার বিভিন্ন গণমাধ্যমে ‘দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিকদের দাবি, ওইসব প্রকল্পের অনিয়মের তথ্য জানতে গেলে পিআইও আরিফুল ইসলাম তথ্য দেওয়ার পরিবর্তে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং এ বিষয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।