রাজবাড়ী প্রতিনিধি
প্রবাসে পাঠানোর প্রলোভনে দেশের বিভিন্ন জেলা থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ইতালিতে অবস্থানরত এক ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযুক্ত মোফাজ্জলের গ্রামের বাড়ির সামনে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে। অভিযোগ রয়েছে, মোফাজ্জল নিজেকে বিদেশে কর্মরত প্রবাসী পরিচয় দিয়ে ধাপে ধাপে নগদ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেছেন, তবে নির্ধারিত সময়ে কাউকেই বিদেশ পাঠাতে পারেননি।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত চাওয়া সত্ত্বেও অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে নানা অজুহাতে সময়ক্ষেপণ, ভয়ভীতি প্রদর্শন ও দুর্ব্যবহার করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিক চাপে পড়েছেন।
মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজু শেখ বলেন, “মোফাজ্জল কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। কয়েকদিন আগে রাজবাড়ীর সেনা ক্যাম্পে একটি অভিযোগের প্রেক্ষিতে একজনের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।”
কুমিল্লা থেকে আসা ভুক্তভোগী মিরাজ সরকার জানান, “ভিন্ন সময়ে আমার এলাকা ও আত্মীয়-স্বজনের ৭ জনের পাসপোর্টসহ মোট ৪২ লাখ টাকা মোফাজ্জলের কাছে দিয়েছি। দুই বছর পার হলেও কাউকেই বিদেশে পাঠানো হয়নি এবং কোনো টাকা ফেরত দেওয়া হয়নি।”
অভিযোগে বলা হয়, মোফাজ্জল ও তার পরিবারের কাছে এখনও বিপুল অঙ্কের টাকা বাকি রয়েছে। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী ও তাদের পরিবার অংশ নেন। তারা দ্রুত প্রতারিত অর্থ ফেরত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে ইতালিতে অবস্থানরত অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

