নরসিংদী প্রতিনিধি
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে দলীয় মনোনয়নের চিঠি (টিকেট) হস্তান্তর করা হয়।
এই ঘোষণায় নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমর্থকরা আনন্দ উদযাপনের জন্য মিষ্টি বিতরণ করেছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর মঞ্জুর এলাহী বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের দোয়া চাই এবং নির্বাচনী এলাকার ভোটারদের সমর্থন কামনা করছি। সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য রাজপথে থাকার অঙ্গীকার করছি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

