Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে উপজেলা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি 
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি 

চিতলমারীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কোডেকের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে সাংবাদিক মোঃ একরামুল হক মুন্সী ও অরুণ কুমার সরকারসহ চারটি ক্ষেত্রে এ বছর মোট ১৪ জনকে সমাজ উন্নয়নে অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—শিল্পী সম্মাননায় তনুশ্রী মজুমদার,সামাজিক কাজে অবদানের জন্য প্রমথ হালদার,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে টুটুল কান্তি মণ্ডল।

 

সেরা মেন্টর হিসেবে সম্মাননা পান ৫ জন— প্রিয়া অধিকারী, বন্নি হীরা, প্রিয় চক্রবর্তী, সজীব গাইন ও শর্মী বিশ্বাস।

যুব সম্মাননা পেয়েছেন ৪ জন— শ্রাবণী বাড়ৈ, মিঠুন হাজরা, সেতু বালা ও সবুজ হালদার।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কোডেকের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এবং কোডেকের আজগর হাদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।