আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ লিটন মিয়া। তিনি বিগত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময় থেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপর দুইজন হলেন কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ বাচ্চু মিয়া এবং কুলিয়ারচর উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে চায়না সাইফুল। চায়না সাইফুলের বাড়ি ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামে।
পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত কয়েকদিনে আরও ছয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে কুলিয়ারচরে এ পর্যন্ত মোট নয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

