Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এমার্জেন্সিতে ঔষুধ কোম্পানির ওয়াইফাই, উঠছে বিতর্ক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ (এমার্জেন্সি) এলাকায় একটি বেসরকারি ওষুধ কোম্পানির ‘সার্জেল ওয়াইফাই’ ব্যবহারের ঘটনা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একটি সরকারি হাসপাতালের ভেতরে কীভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়াইফাই ও ওষুধসংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে—তা নিয়ে নানা মহলে সমালোচনা দেখা দিয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান হলো এমার্জেন্সি বিভাগ। সেখানে রোগী ও স্বজনদের ভিড় সবসময় লেগেই থাকে। এই জায়গায় বেসরকারি ওষুধ কোম্পানির ওয়াইফাই সুবিধা থাকায় পরোক্ষভাবে ওই কোম্পানির ওষুধের বিজ্ঞাপন ও প্রচারণা চালানো হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

এতে সরকারি বিধি-বিধান লঙ্ঘনের আশঙ্কাও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীর স্বজন জানান, তারা এমার্জেন্সিতে অবস্থানকালে মোবাইলে ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পান, যেখানে ‘সার্জেল’ নামটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তাদের প্রশ্ন, সরকারি হাসপাতালের ভেতরে এ ধরনের বাণিজ্যিক সুবিধা কীভাবে অনুমোদন পেল ?

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে এ ধরনের সুবিধা দেওয়া হলে তা নৈতিকতা ও স্বচ্ছতার প্রশ্ন তোলে। এতে রোগী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং চিকিৎসা ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও সন্দেহ দেখা দেয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলার সংশ্লিষ্ট হেলথ কেয়ার কোম্পানির ম্যানেজার হুমায়ুন কবির জানান, ডাক্তাররা চেয়েছেন বলেই আমরা দিয়েছি। ডাক্তারদের চাহিদা অনুযায়ী এটি দেওয়া হয়েছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহ উদ্দিন জানান, আমি বর্তমানে ছুটিতে আছি। বিষয়টি খোঁজ নেব।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে বাণিজ্যিক বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।