জামালপুর প্রতিনিধি
জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা টায়ার জ্বালিয়ে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যখন সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকামুখী কর্মসূচিতে ব্যস্ত, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুর পৌর ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়েছে।
তাদের দাবি, গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করলেও কমিটি প্রকাশ করা হয় বুধবার সন্ধ্যায়। এতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের উপেক্ষা করা হয়েছে। বরং গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে ফল ব্যবসায়ী ও ছাত্রত্ববিহীন ব্যক্তিদের।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কমিটি বিলুপ্ত না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজীব হোসেন ডোনা, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান চিশতী এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বি ইসলাম।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান শফিক মুঠোফোনে জানান, যারা অতীতে মাঠে সক্রিয় ছিলেন তাদের বাদ দিয়ে ৫ আগস্টের পর দলে আসা কয়েকজনকে টাকার বিনিময়ে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

