Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে উপজেলা দিবস উদযাপন, সাংবাদিক এস এম মজনুর রহমানসহ চার গুণিজনকে সম্মাননা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে কৈশোর কর্মসূচির আওতায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দিবসটি পালিত হয়।

সমাধান সংস্থার ব্যবস্থাপনায় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য ও পুষ্টি মেলা এবং চারজন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন—সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে হুমায়ূন কবির, সাংস্কৃতিক অঙ্গনে এস এম হাফিজুর রহমান এবং সমাজসেবায় অবদানের জন্য হাফেজ মো. আ. রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান সংস্থার পরিচালক (সার্বিক) শাহীনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল। সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, মনিরামপুর প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী জমিরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম ফারুক আলম, প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সমাধান সংস্থার প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিষয়ে সমাধান সংস্থার প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী জানান, তাদের প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কিশোর-কিশোরীদের ক্লাব গঠন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ নানা সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। ভবিষ্যতে কিশোর-কিশোরীরা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে—এটাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।