গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে ধর্মীয় শুভ বড়দিন উপলক্ষে বরিশালের গৌরনদীর ২৮টি ও আগৈলঝাড়ায় ৫৫টি গির্জা ও চার্চে শুভ বড় দিন উদ্যাপন করা হয়েছে।
প্রতিটি গির্জা ও চার্চ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ব্যাপক প্রস্ততিতে ধর্মপল্লীগুলোতে খ্রীষ্টান ধর্মাম্বলীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।
গৌরনদী ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ জানান, গৌরনদীর ধর্মপল্লীতে বুধবার রাতে সুধী সমাবেশ ও আনুষ্ঠানিক ভাবে কেককাটা হয়।
কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি সানজিদা আক্তার, গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সহ অন্যান্যরা।
এ ছাড়া মধ্যরাতে প্রতিটি গির্জায় চলে ধর্মীয় সংগীত, আলোচনা সভাসহ প্রার্থনা। গির্জা, চার্চ এর আঙ্গিনায় সাজনো হয়েছে গোশালাসহ ক্রিষ্টমাস ট্রি। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী আইন শৃক্ষলা রক্ষায় ছিল তৎপর।

