মুন্সীগঞ্জ প্রতিনিধি
পবিত্র খ্রিস্ট জাগের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলার একমাত্র খ্রিস্টান ধর্মপল্লী শুলপুরে শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের উদযাপন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মপল্লীতে
ভোর থেকেই গির্জায় গির্জায় চলছে প্রার্থনা ও বিশেষ ধর্মীয় আচার।
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী খ্রিস্টান ধর্মাবলম্বীরা নতুন পোশাকে অংশ নিচ্ছেন প্রার্থনায়। গির্জা প্রাঙ্গণ সাজানো হয়েছে আলোকসজ্জা, প্রতিকি গোশাল ঘর ও খ্রিস্টীয় প্রতীকে।
বড়দিন উপলক্ষে শুলপুর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই দিনটি তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনব্যাপী প্রার্থনা শেষে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন তারা।

