স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব একরামুল হক শিকদারের স্ত্রী আলহাজ্ব ফিরোজা হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া শিকদার বাড়িতে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে ফিরোজা হক স্বামীসহ এক ছেলে ও দুই কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন মাগরিব নামাজ বাদ বড়বাড়িয়া নূরে মদিনা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

