সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তারা নিজ নিজ এলাকায় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগের কথা জানান।
পদত্যাগকারীরা হলেন সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বর এবং আওয়ামী লীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য জালাল মোল্লা।
সংবাদ সম্মেলনে ফজলু মাতুব্বর জানান, তিনি থেকে যেসব পদে দায়িত্ব পালন করছিলেন, তা থেকে তিনি পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে দলীয় কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না। অপরদিকে জালাল মোল্লা জানান, তিনি ইউনিয়ন কমিটির সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, পদত্যাগের এই ঘোষণা দলীয় কোনো ইউনিট বা দায়িত্বশীল নেতার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়নি। তবে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

