Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলে সামছুদ্দিন ওরফে কোপা সামছুর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার জাগলার চর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহতরা হলেন কোপা সামছু, আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন, মোবারক হোসেন, আবুল কাশেম, হক সাব ও কামাল উদ্দিন। আহতদের মধ্যে কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহত সামছুদ্দিনের ছোট ভাই আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে সামছুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, জাগলার চরের জমি এখনও সরকারি বন্দোবস্তে আসেনি। এ সুযোগে দুই পক্ষের মধ্যে জমি দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়, যা সংঘর্ষ ও গোলাগুলিতে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।