দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাঁধা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর,২০২৫) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চাইডোবা সীমান্ত দিয়ে একই পরিবারের শিশু ও নারী-পুরুষসহ ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের মৃত শেখ হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০), শেখ জব্বারের ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮), শেখ উকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০), শেখ উকিলের মেয়ে শাকিলা খাতুন (১১) এবং শেখ রাজার মেয়ে নাছরিন আক্তার (১২), ছেলে শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শিশু শেখ রহিত কে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে স্থানীয় বাংলাদেশীদের সহায়তায় বিজিবি তাতে বাঁধা দেয়।
পরে এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে আজ বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় একই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানী কমান্ডার এসি অনিল কুমার। দুপুর ২.২০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি।
ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তা প্রমানিত হওয়ায় বিএসএফ তাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়।

