Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি 
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী জেলায় স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (এনটিজেএ)–এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব ভবনে জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে আহ্বায়ক এবং এখন টিভির নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

এছাড়া এসএ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নিউজ ২৪–এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার এবং গ্লোবাল টিভির নোয়াখালী প্রতিনিধি আবু রায়হান সরকার।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, লোগো ও সদস্য ফরম তৈরি, সাধারণ সদস্য অন্তর্ভুক্তকরণ এবং নির্বাচন কমিটি গঠনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

নতুন এ সংগঠনের মাধ্যমে নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার সংরক্ষণ ও সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।