বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির একটি সাংগঠনিক সভায় নাশকতামূলক হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মোঃ শামসুর রহমান (২৫)। তিনি উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন জানান, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়নে বিএনপির একটি প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপির একাধিক নেতা-কর্মী আহত হন এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান সিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

