Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শেখ সাদি (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি চর কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে।

অভিযানকালে গ্রেপ্তার এড়াতে শেখ সাদি স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করে বলে জানায় যৌথবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ সাদির বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনাক্যাম্প বা থানায় অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।