আহমেদ সিফাত,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে আবারও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা গ্রামের মো. হালিম মিয়ার ছেলে শ্রাবন ওরফে গালিব (১৮) এবং তার চাচাতো ভাই জুনাইদ (১২) ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশাটি থামিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্মার্টফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল।
ঘটনার পরপরই ভুক্তভোগীরা সড়কে দায়িত্ব পালনরত টহল পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের নিরাপদে বাড়ি পৌঁছাতে সহযোগিতা করেন।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর ওই এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ঝামেলার আশঙ্কায় অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আগ্রহী হন না। তারা দ্রুত ওই সড়কে টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির দাবি জানান।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

