Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মৎস্যখাতে টেকসই উন্নয়নে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মৎস্য আড়তসহ সংশ্লিষ্ট এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, “মাছে অপদ্রব্য পুশের মতো অনৈতিক ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানি বাড়াতে হলে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।”

পরিদর্শনকালে মৎস্য আড়ত মালিক ও মৎস্যচাষীরা তাদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। এ সময় ফরিদা আখতার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা. গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনছারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, মৎস্য আড়ত মালিক ও মৎস্যচাষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।