হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ইব্রাহিম খলিল সোহাগ মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জামাইল নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিম খলিল সোহাগ মিয়া কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

